লাতিন আমেরিকায় শুধু ফুটবলের জন্যই নয়, মাদক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যও আলোচিত। দেশগুলোতে সন্ত্রাসীদের হাতে হত্যার বিষয়টি প্রায় প্রতিনিয়তই ঘটে। এবার লাতিনের দেশ ইকুয়েডরের একই মাসে গুলিতে প্রাণ গেছে তিন ফুটবলারে। যার মধ্য সবশেষ শুক্রবার মারা যান জোনাথান গঞ্জালেস। তার আগে খুন হন মাইকেল ভ্যালেন্সিয়া এবং লিয়েন্দ্রো ইয়েপেজ। ৩১ বর্ষী গঞ্জালেস দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব দে জুলিও এফসির হয়ে খেলতেন। গঞ্জালেস লাতিন ফুটবলে ‘স্পিডি’ নামে পরিচিত। ১০ সেপ্টেম্বর খুন হন ভ্যালেন্সিয়া এবং ইয়েপেজ। দুজনে খেলতেন দ্বিতীয় বিভাগের দল এক্সাপ্রোমো কোস্টা এফসির হয়ে। লাতিন গণমাধ্যমের খবর, ইকুয়েডরের উত্তরাঞ্চলীয় উপকূলীয় অঞ্চল এসমেরালদাসে একটি বাড়িতে ছিলেন গঞ্জালেস। সে বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চলালায়। ঘটনাস্থলে তিনি মারা যান, এসময় তার সাথে থাকা একজন গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। এসমেরালদাসে...