শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গয়েশ্বর আরো বলেন, পিআরের দাবিতে যে রাজনৈতিক দলগুলো আন্দোলনের হুমকি দিচ্ছে তারা আগামী নির্বাচনকে বানচাল করে শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ করে দিবে। আজকে যদি নির্বাচন না হয় তাহলে শেখ হাসিনা ভারতের সহযোগিতায় বাংলাদেশে ঢুকে পড়বে। তখন কিন্তু আপনারা এবং আমরা কেউ আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে পারবো না। ভারত গত১৭ বছর আওয়ামী লীগের মাধ্যমে এদেশ কে শাসন করেছে। এখন জামাতের মাধ্যমে শোষণ করার ষড়যন্ত্র করছে। যারা নির্বাচনকে হালচাল করতে চায় তাদের অস্তিত্ব বিলিন করে দেওয়া হবে। নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে পারে আমাদের দেশের সচেতন জনগণ। তিনি বলেন, আমরা হাসিনার মতো নারীর ক্ষমতায়ন...