ডেঙ্গুর উপদ্রব থেকে মানুষকে সুরক্ষা দিতে বিশেষ প্রক্রিয়ায় মশা উৎপাদনের উদ্যোগ নিয়েছে ব্রাজিল। দেশটিতে সদ্য স্থাপিত বিশ্বের বৃহত্তম বায়োফ্যাক্টরিতে উৎপাদিত মশাগুলো ওলবাচিয়া ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত করা হবে। কর্তৃপক্ষের দাবি, এ উদ্যোগের মাধ্যমে আগামী কয়েক বছরে প্রায় ১৪ কোটি মানুষকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। ওলবিটো দো ব্রাজিল নামের ওই বায়োফ্যাক্টরি গত ১৯ জুলাই কুরিতিবা শহরে চালু হয়েছে। এর ব্যবহার ও অর্থায়নে রয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব মশা কর্মসূচি, ওসওয়ালদো ক্রুজ ফাউন্ডেশন এবং পারানার ইনস্টিটিউট অব মলিকুলার বায়োলজির যৌথ উদ্যোগে এটি গড়ে তোলা হয়েছে। এখানে প্রতি সপ্তাহে প্রায় ১০ কোটি মশার ডিম উৎপাদন করা যাবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা লুসিয়ানো মোরেইরা বলেন, ওলবিটো দো ব্রাজিল প্রতি ছয় মাসে প্রায় ৭০ লাখ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী,...