দেশের সংস্কারের কথা বললে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কথা বলতে হবে। তাকে বাদ দিয়ে সংস্কারের ইতিহাস লেখা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, “এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার মানে এরশাদ। সংস্কার নামটি তিনিই প্রথম করে গেছেন। এখন সংস্কারের জন্য দেশি-বিদেশি বহু মানুষ সময় দিচ্ছেন। কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন, অনেক কথা বলেন, টেলিভিশনে দেখি, পত্রিকাও দেখি, এরশাদ সাহেবের কথা বলেন না কেন? ভাসুরের নাম মুখে লইতে কি লজ্জা হয়।”আরো পড়ুন:পার্লামেন্ট ছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রশ্ন তোলা অবান্তর: আনিসবর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা প্রশ্ন আনিসের পার্লামেন্ট ছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রশ্ন তোলা অবান্তর: আনিস বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা প্রশ্ন আনিসের শনিবার (২০ সেপ্টেম্বর)...