২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম লিভারপুলের মৌসুমে অপ্রতিরোধ্য ধারাবাহিকতা ধরে রেখেছে।ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে পাঁচ ম্যাচ খেলে ফেললেও এখনও হারের মুখ দেখেনি। শনিবার অ্যানফিল্ডে মার্সিসাইড ডার্বিতে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে আর্নে স্লটের দল।রায়ান খাফেনবেখ লিভারপুলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান উগো একিতিকে। দ্বিতীয়ার্ধে এভারটনের হয়ে ব্যবধান কমান ইদ্রিসা গেয়ি। টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। দ্বিতীয় হারের পর পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত সপ্তম স্থানে এভারটন। ম্যাচের ১০ মিনিটেই দারুণ এক ভলিতে লিভারপুলকে এগিয়ে দেন রায়ান গ্র্যাভেনবার্খ। অ্যালেক্সান্ডার ইসাকের জায়গায় একাদশে সুযোগ পাওয়া হুগো একিটিকের গোলে বিরতিতে স্কোর ২-০ করে স্বাগতিকরা। তবে দুই গোল পিছিয়ে থেকেও ম্যাচে ফেরার লড়াই চালায় এভারটন।...