গুঞ্জন ছিল অনেক দিন আগে। তবে সেই গুঞ্জনকে কখনও পাত্তা দেননি শ্রদ্ধা কাপুর। বরং প্রেমিককে সঙ্গে নিয়ে টুকটাক ছবি-ভিডিও পোস্ট করেন শক্তিকাপুর কন্যা। তবে এবার আর কোনও লুকোছাপা নয়, বরং ইনস্টাগ্রামে সোজাসুজি শ্রদ্ধা জানিয়ে দিলেন, তিনি মনের মানুষ পেয়ে গিয়েছেন! সম্প্রতি ইনস্টাগ্রামে শ্রদ্ধা কাপুর একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে তাকে দেখা গেছে ব্য়বসায়ী রাহুল মোদির সঙ্গে। আর সেই ভিডিও পোস্ট করেই শ্রদ্ধা লিখলেন, কেই এরকম একটা মানুষ খুঁজে বের করে দাও, যে আমার সব বায়না শুনবে। এই ভিডিওতে রাহুল মোদিকে ট্যাগ করলেন শ্রদ্ধা কাপুর। সঙ্গে ক্য়াপশন দিলেন অ্যায়সা হট যে বলতে পারে, সেই মানুষটা কোথায় রয়েছে! এই ভিডিও দেখে কিন্ত লাইকও করেছেন রাহুল মোদি। ২০২৪ সাল থেকেই রাহুল মোদির সঙ্গে প্রেমের গুঞ্জন শ্রদ্ধা কাপুরের। সূত্রপাত ঘটে, পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া...