দলে পরিবর্তন আসবে কি আসবে না, তা নিয়েই ছিল প্রশ্ন। তবে সচেতন ক্রিকেট অনুরাগীদের ধারণা ছিল আফগানিস্তানের বিপক্ষে পাওয়া ৮ রানের সংগ্রামী জয়ের পর আর শনিবার রাতে দুবাইতে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন আসবে এবং এবার আর চার স্পেশালিস্ট বোলারের ঝুঁকি নিয়ে মাঠে নামতে চাইবে না টাইগাররা। তাই আগের ম্যাচে আফগানদের সাথে পার্টটাইম অফস্পিনার হিসেবে বোলিং করা সাইফ হাসান আর শামীম পাটোয়ারীর যে কোনো একজনকে বাইরে রেখে হয় একজন পেসার না হয় একজন স্পিনারকে দলে নিয়ে ৫ জেনুইন বোলারে দল সাজিয়েই মাঠে নামবে বাংলাদেশ। শনিবার রাতে দুবাইতে লঙ্কানদের সাথে টসের সময় সাবেক ভারতীয় ব্যাটিং তারকা সঞ্জয় মাঞ্জেরেকরের সাথে তাৎক্ষণিক কথোপকোথনের সময়ই লিটন দাস জানিয়ে দিলেন, আমাদের আজ দুটি পরিবর্তন, রিশাদ নেই আর নুরুল হাসান সোহান নেই।...