দেশের সর্ববৃহৎ ও সর্বাধিক বিশ্বাসযোগ্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহকারী প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড (বিএলপিজিএল) টানা চতুর্থবারের মতো সম্মানজনক ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬’ অর্জন করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লে মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ গালা ইভেন্টে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. রেদোয়ানুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার বেলাল হোসেন, এজিএম (সেলস) মো. আতাউর রহমান, এজিএম (সেলস) নূর কুতুব উল আলম ও ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহ। বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. রেদোয়ানুর রহমান এ অর্জনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, গ্রাহক, পরিবেশক, খুচরা বিক্রেতা, কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীদের অবিচল আস্থা ও সহযোগিতার কারণেই বসুন্ধরা এলপি গ্যাস বারবার এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন...