আফগানিস্তান দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার ফাজালহাক ফারুকি, অলরাউন্ডার গুলবাদিন নাইব ও কারিম জানাত। তাদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দল সাজিয়েছে আফগানরা। দলে নতুন মুখ দুজন- বাঁহাতি পেসার বাশির আহমাদ ও টপ অর্ডার ব্যাটসম্যান ওয়াফিউল্লাহ তারাখিল। সংযুক্ত আরব আমিরাতে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য শনিবার আলাদা দল দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দুই দলেই আছেন ২০ বছর বয়সী বাশির। ১৮ বছর বয়সী ওয়াফিউল্লাহ আছেন শুধু টি-টোয়েন্টিতে। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন রহস্য স্পিনার এএম গাজানফারও। রেহমাত শার সঙ্গে রিজার্ভ তালিকায় আছেন তিনি। ওয়ানডে দলে অবশ্য জায়গা ধরে রেখেছেন গাজানফার। এখন পর্যন্ত ১৪ টি-টোয়েন্টি ম্যাচে ১২ উইকেট ও ৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪ উইকেট পেয়েছেন বাশির। ওয়াফিউল্লাহ ৩৩ টি-টোয়েন্টি ম্যাচে ১৪৫.৯৫ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৯৪। সম্প্রতি...