সুপার ফোরের লড়াইয়ে উড়ন্ত সূচনা করেছিল শ্রীলঙ্কা। শরিফুল ইসলাম-নাসুমদের শাসন করছিলেন দুই লঙ্কান ওপেনার। আক্রমণে এসেই লঙ্কান শিবিরে আঘাত হেনেছেন পেসার তাসকিন আহমেদ। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে ফিরিয়েছেন পাথুম নিশাঙ্কাকাকে। তাসকিনের উইকেট বাদ দিলে পাওয়ার প্লেতে বাংলাদেশ ব্যর্থই হয়েছে। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৩ রান জমা করে শ্রীলঙ্কা। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। দুই ওপেনার মিলে প্রথম চার ওভারে তুলে নেয় ৩৬ রান। পঞ্চম ওভারে বোলিং করতে আসেন তাসকিন। প্রথম বলেই ছক্কা হজম করেন তাসকিন। কিন্তু তাসকিনও জবাব দিয়েছেন বল হাতে। ওভারের শেষ বলে নিশাঙ্কাকে ফিরিয়েছেন সাইফ হাসানের ক্যাচ বানিয়ে। ১৫ বলে ২২ রান করে নিশাঙ্কা ফিরলে ভাঙ্গে ৩০ বলে ৪৪ রানের ওপেনিং জুটি। গ্রুপ পর্বে...