তাসকিন আহমেদ পাথুম নিশাঙ্কাকে ফেরালেও থামছিল না শ্রীলঙ্কার রানের গতি। একপ্রান্ত আগলে রেখে আরেক ওপেনার কুশল মেন্ডিস তখনো চালাচ্ছিলেন তাণ্ডব। পাওয়ার-প্লে শেষে সেই গলার কাটাও নামিয়েছেন শেখ মেহেদি। তুলে নিয়েছেন উইকেট। দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছেও বাংলাদেশ। অষ্টম ওভারে বোলিংয়ে এসে সাইফ হাসানের ক্যাচ বানিয়ে মেন্ডিসকে ফেরান মেহেদি। ফেরার আগে ২৫ বলে ৩৪ রান করেন তিনি। দশ ওভারে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হওয়া কামিল মিশারাকেও ফিরিয়েছেন মেহেদি। ১১ বলে ৫ রান করেন মিশারা। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা কমেছে শ্রীলঙ্কার ধার। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। দুই ওপেনার মিলে প্রথম চার ওভারে তুলে নেয় ৩৬ রান। পঞ্চম ওভারে বোলিং করতে আসেন তাসকিন। প্রথম বলেই...