দুটি ক্যাচ তালুবন্দী করেছেন সাইফ হাসান। ছবি- ক্রিকইনফো দুবাইয়ে টস হেরে আগে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। বল হাতে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই কুশল মেন্ডিসের কাছে ছক্কা হজম করেন শরিফুল ইসলাম। তবে আক্রমণাত্মক শুরু করা লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। পঞ্চম ওভারের শেষ বলে পাথুম নিশাঙ্কা ডিপ মিডউইকেটে উড়িয়ে মারলে তা সাইফ হাসান লুফে নেন। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ২২ রান করেছেন এই ওপেনার। নিশাঙ্কা ফিরলেও আরেক ওপেনার মেন্ডিস রানের চাকা সচল রাখেন। ফলে পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৫৩ রান তোলে শ্রীলঙ্কা। তবে পাওয়ার প্লে শেষে রানের চাকায় লাগাম দেয় বাংলাদেশ। তুলে নেয় দুটি উইকেটও। খেলায় ফিরেছে বাংলাদেশ। অষ্টম ওভারে চতুর্থ বলে শেখ মেহেদির ঘূর্ণি উড়িয়ে মারলে মেন্ডিসকে তালুবন্দি করেন সাইফ। ২৪ বলে...