তাসকিন আহমেদ, শেখ মাহেদি হাসানেসর পর শ্রীলংকা শিবিরে মোস্তাফিজুর রহমানের আঘাত। এই তারকা পেসারের বলে আউট হন কুশাল পেরেরা। তিনি দলীয় ৯৭ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন। তাসকিনের পর শেখ মাহেদীর জোড়া আঘাত। শ্রীলংকান ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফেরান তাসকিন আহমেদ। আরেক ওপেনার কুশাল মেন্ডিসকে ফেরান মাহেদী। দুজনেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন। দুই ওপেনারের বিদায়ের পর চাপে পড়ে যায় শ্রীলংকা। দলকে খেলায় ফেরানোর আগেই উইকেট হারান কামিশ মিশারা। তিনি ৯.১ ওভারে দলীয় ৬৫ রানে ফেরেন। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান শ্রীলংকান দুই ওপেনার কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। ইনিংসের প্রথম ওভারে ৮ রান খরচ করেন শরীফুল ইসলাম। দ্বিতীয় ওভারে মাত্র ৫ রান খরচ করেন স্পিনার নাসুম আহমেদ। তৃতীয় ওভারে প্রথম তিন বলে তিন রান খরচ...