ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা আন্দোলন থেকে ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করা নিয়ে পুলিশ সমালোচনার ব্যাখ্যা দিয়েছে। শুক্রবার রাতে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শামছুল আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ নেতা নিক্সন চৌধুরীর সম্পর্কে নানা তথ্য জানানো হয়েছে। ‘ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ধারাবাহিক রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক বক্তব্য এবং সহিংসতায় রুজু করা মামলায় সংশ্লিষ্টতার প্রসঙ্গে’ শিরোনামে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রকাশিত গেজেট অনুযায়ী ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ থেকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনসাধারণ ৫ সেপ্টেম্বর থেকে ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা,...