২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম মার্কিন শুল্কনীতি কোনদিকে গড়াচ্ছে বোঝা মুশকিল। শুক্রবার রাতে ফের চীনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে ফোনালাপ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধনকুবের মার্কিন প্রেসিডেন্টের দাবি, জিনপিঙের সঙ্গে একাধিক বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। তার মধ্যে ছিল বাণিজ্য বিষয়ক আলোচনাও। জানা গিয়েছে শুক্রবার রাতে কথা হয়েছে জিনপিং-ট্রাম্পের মধ্যে। এই ফোনালাপের কথা ‘ট্রুথ সোশালে’ জানিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, বাণিজ্য, ফেন্টানাইল (নিষিদ্ধ ওষুধ) এবং টিকটক সংক্রান্ত চুক্তি নিয়ে জিনপিঙের সঙ্গে তার হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে আলোচনা হয়েছে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ নিয়েও। আলোচনার টেবিলে বসলেই যুদ্ধ থামবে, এই বিষয়ে একমত দুই রাষ্ট্রপ্রধান। আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক কোঅপারেশন (অ্যাপেক) সম্মেলন রয়েছে। সেখানে জিনপিংয়ের সঙ্গে তার দেখা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। উল্লেখ্য, ট্রাম্পের শুল্কবোমার জেরে...