২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম পাতুম নিশাঙ্কা আর কুসল মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। দুই ওপেনারের পর কামিল মিশ্রকেও ফিরিয়ে লঙ্কানদের রানের জোয়ারে বাধ দিয়েছেন বাংলাদেশের বোলাররা। নিশাঙ্কাকে (১৫ বলে ২২) মিডউইকেটে সাইফ হাসানের হাতে ক্যাচ বানিয়ে শুরুটা করেন তাসকিন আহমেদ। ভাঙে ৫ ওভারে ৪৪ রানের ওপেনিং জুটি। নিজের টানা দুই ওভারে দুই উইকেট তুলে নেন একাদশে ফেরা মেহেদি হাসান। ভয়ঙ্কর কুসল মেন্ডিসকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে সাইফের ক্যাচে পরিণত হন ২৫ বলে ৩৪ রান করা মেন্ডিস। নিজের পরের ওভারে কামিলকে বোল্ড করে দেন মেহেদি। ১০.২ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৭৫। উইকেটে আছেন কুসল পেরেরা (৬ বলে ৭*) ও দাসুন শানাকা (৫ বলে ৭*) এশিয়া কাপের চলতি আসরে সুপার...