২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট শাসনামলে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের ওপর সংঘটিত নির্যাতন, দমন, হয়রানি, কারাবাস ও হত্যার ঘটনাবলী প্রামাণ্যভাবে উপস্থাপনে গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী লেখক পরিষদ (বিএনডাব্লিউসি)। গ্রন্থটি নভেম্বরে প্রকাশ করা হবে। শনিবার সংগঠনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ওই সময়ে লেখালেখির কারণে নির্যাতন, হামলা, পেশাগত হয়রানি, কারাবাস বা প্রাণনাশের হুমকি পাওয়া লেখকদের লেখা, ব্যক্তিগত সাক্ষ্য এবং প্রমাণ[email protected]অ্যাড্রেসে পাঠানোর অনুরোধ করা হয়েছে। গ্রন্থটির সম্পাদনা পরিষদে রয়েছেন কবি ও...