রাশিয়ার যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করার পর দেশটি ন্যাটোর অন্যান্য সদস্য রাষ্ট্রের জরুরি পরামর্শ চেয়েছে। সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে তিনটি রুশ মিজি-৩১ যুদ্ধবিমান কোনো অনুমতি ছাড়াই ফিনল্যান্ড উপসাগরের ওপর দিয়ে এস্তোনিয়ার আকাশে প্রবেশ করে এবং সেখানে প্রায় ১২ মিনিট অবস্থান করে। রাশিয়ার এই কর্মকাণ্ডকে দায়িত্বহীন ও উসকানিমূলক বলে অভিহিত করেছে ন্যাটো। ইতালি, ফিনল্যান্ড ও সুইডেন থেকে ন্যাটো মিশনের অংশ হিসেবে যুদ্ধবিমান উড়ে এসে ওই রুশ বিমানগুলোকে বাধা দেয়। এস্তোনিয়ার এই পরামর্শ চাওয়ার পদক্ষেপটি ন্যাটো চুক্তির ৪ নম্বর ধারা অনুযায়ী, যার মাধ্যমে ৩২ সদস্য বিশিষ্ট জোটের মধ্যে দ্রুত ও আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়। এটি চলতি মাসে দ্বিতীয়বার, এর আগে ১০ সেপ্টেম্বর পোল্যান্ড একই অনুরোধ করেছিল। এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল...