সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশসহ ৯ দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের তথ্য প্রকাশ করা ওয়েবসাইটটি সরকারি নয়। ভিসা বন্ধের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আমিরাত। বাংলাদেশসহ ৯ দেশের শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশে ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবরটি ইউএই ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় গত ১৭ সেপ্টেম্বর। এতে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। ইউএই ভিসা অনলাইন জানায়, ৯ দেশের শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশে ভ্রমণ ভিসায় নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো–...