বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ভোট ব্যবস্থা চালু করা হবে কি না, তার সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত তারুণ্যের রাষ্ট্র চিন্তা–এর তৃতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। “মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন” শীর্ষক এ আলোচনার আয়োজন করে অর্পণ আলোক ফাউন্ডেশন। সালাহউদ্দিন বলেন, “কেউ বলছেন, ‘পিআর চাই’। চাইলে সেটা জনগণ ঠিক করবে। আমরা কে কয়টা সভা করলাম বা কত মানুষ নিয়ে মিছিল করলাম, তাতে তো পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল না। নির্বাচনী ইশতেহারে দাবি তুলে ধরুন, জনগণ সমর্থন দিলে বাস্তবায়ন করুন—এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া।” তিনি আরও বলেন, “আলোচনার টেবিল আর আন্দোলন একই ইস্যুতে হলে সেটি স্ববিরোধী আচরণ। তাই আমি বলব, সংকট সৃষ্টি নয়, বরং ঐক্যবদ্ধ...