২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম এশিয়া কাপের চলতি আসরে সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। দুবাইয় ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় শনিবার সাত সাড়ে ৮টায়। টস জিতে লিটন দাস বললেন, উইকেটের আচরণ কেমন হবে তিনি বুঝতে পারছেন না। প্রথম লেগে পরে ব্যাটিং করা দল জয় পাওয়ায় তিনি বল বেছে নিয়েছেন। শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা বললেন, টস জিতে তিনিও ফিল্ডিংই নিতেন। একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটার নুরুল হাসান সোহান ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে বাদ দিয়ে নেওয়া হয়েছে স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান ও পেসার শরিফুল ইসলামকে। তার মানে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। বিশেষজ্ঞ বোলার ৫জন। একই একাদশ নিয়ে খেলছে...