ভারতে এ প্রজন্মের দুই তারকা ইশান খট্টর ও জাহ্নবী কাপুর জুটি হয়ে অভিনয় করেছেন ‘হোমবাউন্ড’ ছবিকে। এটি নানা চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা কুড়িয়েছে। এবার ছবিটি যাচ্ছে অস্কারে। ভারতের পক্ষ থেকে ২০২৬ সালের অস্কারের জন্য এই সিনেমাকে নির্বাচিত করা হয়েছে। ‘হোমবাউন্ড’ সিনেমাটি প্রতিযোগিতা করবে অস্কারের শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে। সিনেমার পরিচালনা করেছেন নীরজ ঘায়ওয়ান। প্রযোজনা করেছেন করণ জোহর। সঙ্গে রয়েছেন হলিউড কিংবদন্তি মার্টিন স্করসেস। তিনি নির্বাহী প্রযোজক হিসেবে সিনেমাটিকে সহায়তা করেছেন। মার্টিন স্করসেস জানিয়েছেন, ২০১৫ সালে ‘মাসান’ দেখে তিনি পরিচালক নীরজ ঘায়ওয়ানের কাজের প্রশংসা করেছিলেন। ‘হোমবাউন্ড’-এর গল্প শুনে এবং এর সাংস্কৃতিক গভীরতা বোঝার পর তিনি এই সিনেমার পাশে দাঁড়ান। সিনেমার কেন্দ্রবিন্দু দুই শৈশব বন্ধু। তারা উত্তর ভারতের একটি ছোট শহর থেকে উঠে এসেছে। তারা পুলিশ হতে চায় এবং জাতীয় পুলিশ পরীক্ষার...