ঢালাও মামলা ও ‘মব’ সহিংসতার কারণে অন্তর্বর্তী সরকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ইংরেজি দৈনিক ডেইলি স্টার আয়োজিত এক রাউন্ড টেবিল আলোচনায় তিনি বলেন, “এই যে ৫ অগাস্টের পরে ২০২৪ সালের পর যত মামলা হয়েছে এবং এরপরে যত ‘মব ক্রাইসিস’ হয়েছে-এ দুইটা জিনিস এই সরকারের সবচাইতে বেশি ‘ড্যামেজ’ করেছে। জনগণকে ‘ড্যামেজ’ করেছে। “তার মধ্যে একটা মামলায় ২ হাজার, ৫ হাজার জনের নামে মামলা দিয়ে দিছে, যার সাথে মামলার কোনো সম্পর্ক নাই। কিন্তু এই মামলাটা রেকর্ড করে কে? পুলিশ। আগে...