এবার ঐতিহ্যবাহী দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। হিন্দি সিনেইন্ডাস্ট্রি মিলিয়ে ফিল্মি ক্যারিয়ারে সাড়ে তিনশোর বেশি সিনেমায় অভিনয় করেছেন জীবন্ত এই কিংবদন্তি। শনিবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে। সেখানে জানানো হয়, ২০২৩ সালের দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হচ্ছেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। এক্স হ্যান্ডেলের পোস্টে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘মোহনলালের অসাধারণ সিনেসফর দুই প্রজন্ম ধরে অনুপ্রাণিত করে আসছে। ভারতীয় সিনেমায় প্রশংসনীয় অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা, পরিচালক তথা প্রযোজককে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।’ আগামী ২৩ সেপ্টেম্বর ৭১তম জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে মোহনলালকে দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত করা হবে। শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে মোহনলালের সঙ্গে অতীত ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মোহনলাল একজন বহুমুখী প্রতিভার অধিকারী। বিগত কয়েক দশক ধরে নিজের...