সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৮ ওভারে ৬০/২ (মিশারা ২*, পেরেরা ২*; নিসাঙ্কা ২২, মেন্ডিস ৩৪) শুরু থেকে বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলছিলেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। নিসাঙ্কাকে পাওয়ার প্লেতে ফেরান তাসকিন। কিন্তু হুমকি হয়ে ছিলেন কুশল। তার ব্যাটেই ৬ ওভারে ১ উইকেটে যোগ হয় ৫৩ রান। অষ্টম ওভারে ফিরে বিপজ্জনক এই ব্যাটারকে তালুবন্দি করান মেহেদী। সুইপ করতে গিয়ে ২৫ বলে ৩৪ রানে থামেন কুশল। তাতে ছিল ১টি চার ও ৩টি ছয়ের মার। দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নামলেও লঙ্কান দুই ওপেনার মিলে ঝড়ো সূচনা এনে দিয়েছিলেন। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন তারা। তাতে ৫ ওভারেই ওপেনিং জুটিতে স্কোর দাঁড়ায় ৪৪ রান। পঞ্চম ওভারে তাসকিনের প্রথম বলে নিসাঙ্কা ছক্কা হাঁকিয়েছিলেন। সেই নিসাঙ্কাকেই ওভারের শেষ বলে তালুবন্দি করান তাসকিন। মেরে...