ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সর্বশেষ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েছেন অন্তত ছয়জন শিক্ষার্থী। এদের মধ্যে রয়েছেন, বিজয় একাত্তর হল সংসদের সংস্কৃতি সম্পাদক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেতা এবং স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধনের নেতাও।আরো পড়ুন:রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল: জোহায় অনশন, জুবেরীতে অবস্থান শিক্ষার্থীদেরগকসু নির্বাচন: জাহিদের প্রচারণায় সবুজের ডাক রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল: জোহায় অনশন, জুবেরীতে অবস্থান শিক্ষার্থীদের সম্প্রতি রাইজিংবিডির অনুসন্ধানে এসব তথ্য উঠে আসে। তবে নকল ধরার ১ মাস পেরিয়ে গেলেও দোষীদের বিরুদ্ধে আজো কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ। বিভাগ সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ৩০৮ নম্বর ‘বাংলাদেশ স্টাডিজ ২’ কোর্সের পরীক্ষা চলাকালীন মো. হাসিকুল ইসলামকে নকল করা অবস্থায় মোবাইলসহ ধরেন কর্তব্যরত পরীক্ষক ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ জহিরুল ইসলাম। হাসিকুল ২০২১-২২...