জুবিন গার্গ কি স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গেছেন? তেমনটাই প্রাথমিক অবস্থায় জানা গেলেও এরমধ্যে ভিন্ন তথ্য মিলছে! আসামের মুখ্যমন্ত্রী ও সিঙ্গাপুরের মিউজিক ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ দিয়েছে বিস্ময়কর তথ্য। সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন ভারতের জনপ্রিয় বলিউড ও আসামের গায়ক জুবিন গার্গ। সেখানে তিনি ২০ এবং ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ৫২ বছর বয়সী এই শিল্পী দুর্ঘটনায় প্রাণ হারান। প্রথমদিকে খবর আসে, স্কুবা ডাইভিং করার সময় জুবিন গার্গের মৃত্যু হয়েছে। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের মুখপাত্র অনুজ কুমার বোরাহ এনডিটিভিকে বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে জুবিন গার্গ আমাদের মাঝে আর নেই। স্কুবা ডাইভিং করার সময় তিনি শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত সিঙ্গাপুর...