জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জন করলেও ছাত্রদলের প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিজয়ীদের অনেকে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। তবে জাতীয়তাবাদী ছাত্রদল শপথ গ্রহণ না করার নির্দেশনা জারি করেছিল। গত বৃহস্পতিবার জাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন বিকেলে ছাত্রদল জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। যদিও জাকসুতে তারা কোনো পদে জয়ী হতে পারেনি, তবে বিভিন্ন হল সংসদে ছাত্রদলের প্যানেল ও তাদের সঙ্গে সম্পৃক্ত স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন। দলীয় সূত্র জানায়, হল সংসদে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ৩৫ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচিতদের মধ্যে কেউ কেউ সংগঠনের নির্দেশনা মেনে শপথ গ্রহণ থেকে বিরত থাকলেও, ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচিত কিছু প্রার্থী শপথ নিয়েছেন। শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন...