২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ পিএম গ্রুপ পর্বের বিতর্ক মিলিয়ে না জেতেই এশিয়া কাপ সুপার ফোরে রোববার ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচের আগের দিন নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছে দলটি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রকাশিত সময়সূচী অনুসারে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তানের একজন খেলোয়াড় বা কোচিং স্টাফের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু সংবাদ সম্মেলনে আসেনি পাকিস্তানের দলের কেউই। সংবাদ সম্মেলন বাতিলের কারণ এখনও জানায়নি পাকিস্তান। নির্ধারিত সময় অনুসারে দুবাইয়ের আইসিসি একাডেমিতে সন্ধ্যা ৬টা থেকে তিন ঘন্টা অনুশীলন করার কথা ছিল পাকিস্তানের। সেই অনুশীলন সঠিক সময়ই শুরু করে তারা। এনিয়ে দ্বিতীয়বার এশিয়া কাপে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগেও সংবাদ সম্মেলন বাতিল করেছিল তারা।...