সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় সদ্য প্রয়াত ভারতের শ্রোতাপ্রিয় গায়ক জুবিন গার্গ চাইতেন তার শেষ নিঃশ্বাসের পর ব্রহ্মপুত্র নদে বিলিন হয়ে যেতে! তিনি নিজের শেষ ইচ্ছের কথা জানিয়ে বলেছিলেন, “মরে গেলে ব্রহ্মপুত্রে আমাকে দাহ করা উচিত’! সেই সাথে মৃত্যুর পর একটি গানও চালানোর কথা বলেছিলেন জুবিন। “আমি মরলে, শুধু ‘মায়াবিনী রাতের বুকে’ (অসমিয়া ভাষার গান) গানটি চালানো হবে। তাই এই গানটি আমার, তোমার এবং সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ।” এমন ইচ্ছের কথা ২০১৯ সালে আসামের গুহাটির বি. বড়ুয়া কলেজের এক অনুষ্ঠানে প্রকাশ্যে বলেছিলেন জুবিন। যিনি প্রায় ৪০টি ভাষায় ৩৫ হাজারের বেশি গান গেয়েছেন। এটি এক ভয়ংকর সুন্দর ইচ্ছা— যেটি গভীর ভালোবাসা, বিয়োগ এবং আত্মীয়ত্বকে ঘিরে কথা বলে। যে নদী শতাব্দী ধরে আসামের বেদনার সাক্ষী, ব্রহ্মপুত্র; সে নদীর পাড়ে কেন নিজের দাহের কথা বলেছিলেন...