আগামী অক্টোবরে বাংলাদেশকে সাদা বলের সিরিজে আতিথ্য দেবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলা সিরিজটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে দুদল। সিরিজ দুটির জন্য দল দিয়েছে আফগানিস্তান। আগামী ২ অক্টোবর টি-টুয়েন্টি দিয়ে সিরিজ গড়াবে মাঠে। ৩ ও ৫ অক্টোবর সিরিজের বাকি দুটি ম্যাচ খেলবে দুদল। ৮ অক্টোবর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ১১ ও ১৪ অক্টোবর খেলবে একদিনের বাকি দুটি ম্যাচ। আফগানিস্তানের টি-টুয়েন্টি স্কোয়াড:রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখেল, দারবিশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শারফউদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ মালিক, আব্দুল্লাহ আহমদজাই ও বশির আহমেদ।রিজার্ভ: রহমত...