যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে বৈশ্বিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা থেকে সরে এসে নীরব দর্শকের ভূমিকা নিচ্ছেন, এমনটাই ইঙ্গিত দিচ্ছে একাধিক ঘটনা ও পর্যবেক্ষণ। গত আগস্টে পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তারা লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্টোনিয়াসহ ইউরোপীয় কূটনীতিকদের সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এসব ন্যাটো সদস্য রাষ্ট্রের জন্য কিছু নিরাপত্তা সহায়তা বাতিল করতে চায়। পেন্টাগনের কর্মকর্তা ডেভিড বেকার আরও বলেন, ইউরোপকে এখন থেকে যুক্তরাষ্ট্রের ওপর কম নির্ভর করতে হবে। ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার এখন মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা। এই মন্তব্য ইউরোপীয় কূটনীতিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে—বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাহস পেতে পারেন বলে আশঙ্কা করা হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এই আশঙ্কা কিছুটা সত্যি হয়ে দেখা দিলো। এস্তোনিয়া জানায়, রাশিয়ার মিগ-৩১ যুদ্ধবিমান তাদের আকাশসীমা ১০ মিনিটের জন্য লঙ্ঘন করে, পরে ইতালির এফ-৩৫ যুদ্ধবিমান তা তাড়িয়ে...