সিঙ্গাপুরে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মৃত্যু হয় তার। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে তিন দিনব্যাপী ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যালে’ যোগ দিতে সিঙ্গাপুরে যান জুবিন। এই উৎসবের সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি। এই মাঝে পরপারে পাড়ি জমালেন জুবিন।এদিকে জনপ্রিয় এই গায়কের মৃত্যুর বিভিন্ন ধরনের তথ্য শোনা যাচ্ছে। কেউ কেউ দাবি করছেন, স্কুবা ডাইভিং করতে গিয়ে চরম দুর্ঘটনার শিকার তিনি। আবার কেউ বলছেন, সাঁতার কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। এমন নানান ত্বত্ত্বের মাঝেই শোকের মাঝেই গায়কের মৃত্যুর আসল কারণ জানালেন স্ত্রী ।টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে স্কুবা ডাইভিং ‘ত্বত্ত্ব’ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘জুবিন সাত-আটজনের সঙ্গে ইয়টে করে ওই দ্বীপে গিয়েছিল। তার সঙ্গে ড্রামার শেখর ছিল, সিদ্ধার্থ ছিল।...