রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে নারী প্রার্থীর অংশগ্রহণ খুব কম। প্রার্থিতা ঘোষণার আগে ছাত্রীরা অভিযোগ করেছিলেন, প্রার্থী হিসেবে কারও নাম আলোচনায় এলেই সামাজিক মাধ্যমে বিদ্রুপ ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং চরিত্র হনন করে পোস্ট করা হচ্ছে।এ রকম অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩০ আগস্ট পাঁচ সদস্যের অ্যান্টি সাইবার বুলিং সেল গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এতেও থামছে না হয়রানি। বিশেষ করে নারী প্রার্থীরা বেশি শিকার হচ্ছেন। তাদের দাবি, সাইবার বুলিং ঠেকাতে প্রশাসন ব্যর্থ। রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৩০৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিভিন্ন পদে ছাত্র ২৭২ ও ছাত্রী ৩৪ জন। মোট প্রার্থীর ১১ দশমিক ১১ শতাংশ নারী। কেন্দ্রীয় সংসদের ২০ পদের মধ্যে ১১ পদে কোনো ছাত্রী প্রার্থী হননি। অথচ এ নির্বাচনে ৩৯ দশমিক ১১...