রাশিয়ার যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশের ঘটনায় সামরিক জোট ন্যাটোকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে দেশটি। এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শনিবার (২০ সেপ্টেম্বর) জানান, এই অনুপ্রবেশ সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি এবং তা নিয়ে দ্রুত ন্যাটোর আলোচনার প্রয়োজন। ন্যাটো সদর দপ্তরের বরাত দিয়ে জার্মান গণমাধ্যম নিশ্চিত করেছে, আগামী সোমবার বা মঙ্গলবার সদস্য রাষ্ট্রগুলো এ বিষয়ে বৈঠকে বসবে। ন্যাটো চুক্তির আর্টিকেল ৪ অনুযায়ী এস্তোনিয়া এ বৈঠকের আবেদন করেছে বলে জানা যাচ্ছে। কী বলে আর্টিকেল ৪ন্যাটো চুক্তির আর্টিকেল ৪ অনুযায়ী, কোনো সদস্য রাষ্ট্রের নিরাপত্তা বা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে দেশটি ন্যাটোর অন্য সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানাতে পারে। এটি সরাসরি সামরিক প্রতিরক্ষা কার্যক্রম নয়, বরং যৌথ নিরাপত্তা ও কূটনৈতিক প্রতিক্রিয়ার প্রক্রিয়া। ন্যাটো প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মাত্র আটবার এই...