রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ইসলামি ছাত্র শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। শনিবার, (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী চত্বরে লিচুতলায় এ ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। ইশতেহারে ৭টি বিষয়কে ‘হ্যাঁ’ এবং ৭টি বিষয়কে ‘না’ হিসেবে উল্লেখ করেছে প্যানেলটি। এ ছাড়াও তারা ছাত্র সংসদের মেয়াদের ১২ মাসে ২৪টি সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছে। ইশতেহারে ‘হ্যাঁ’ হিসেবে উল্লেখ করা হয়েছে, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ, আবাসন সংকট নিরসন, মানসম্মত খাবার নিশ্চিতকরণ, নিরাপদ ক্যাম্পাস, তথ্যসেবা ও আধুনিকায়ন, সকল অংশীজনের মাঝে সুসম্পর্ক বৃদ্ধি এবং সুচিকিৎসা নিশ্চিতকরণকে। অন্যদিকে ইশতেহারে না বলে উল্লেখ করা হয়েছে, স্বাক্ষরে ৫০ টাকা হল ফি; হল দখল ও সিট-বাণিজ্য;...