এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট দল। দুই দলের জন্যই এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। সুপার ফোরে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। দুবাই বাংলাদেশ এখন পর্যন্ত চারটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে। এই চার ম্যাচে বাংলাদেশ জিতেছে দুটিতে, হেরেছে দুটিতে। বাংলাদেশের জয় দুটি ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে। এই ভেন্যুতে বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি খেলে ২০২১ বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই মাচে ৮ উইকেট হারে বাংলাদেশ। পরের বছর টি–টোয়েন্টি এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হার ২ উইকেটে। এই ভেন্যুতে চারটি ওয়ানডে খেলা বাংলাদেশ জিতেছে একটিতে, হেরেছে তিনটিতে। একমাত্র জয়টি ২০১৮ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশের তিনটি হারই ভারতের বিপক্ষে। এশিয়া...