এই বছরের ব্যালন দ’র অ্যাওয়ার্ডে বর্ষসেরা কোচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পিএসজির লুইস এনরিকের। পুরস্কারটি জয়ের লড়াইয়ে মনোনীত হান্সি ফ্লিকও প্যারিসের অনুষ্ঠানে যাবেন। বার্সেলোনা কোচের মতে, সেখানে উপস্থিত থেকে বিজয়ীদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। প্যারিসে আগামী সোমবার হবে ব্যালন দ’র অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এর আয়োজক ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল।’ গত বছর শেষ মুহূর্তে অ্যাওয়ার্ড অনুষ্ঠান বয়কট করেছিল রেয়াল মাদ্রিদ। বর্ষসেরা হওয়ার লড়াইয়ে ফেভারিটদের মধ্যে ছিলেন দলটির ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। এই ব্রাজিলিয়ান তারকা পুরস্কারটি ‘পাচ্ছেন না বুঝতে পারার পর’ অনুষ্ঠান বর্জন করে ইউরোপের সফলতম ক্লাবটি। সম্প্রতি গুঞ্জন ছড়িয়ে পড়ে, এই বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও যাবেন না রেয়াল মাদ্রিদের কোনো প্রতিনিধি। এবার বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে ফেভারিটদের মধ্যে আছেন বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও...