তরুণ প্রযুক্তিপ্রেমী, উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সারদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে খুলনায় অনুষ্ঠিত ‘এলিভেটপে বিটপা কনফারেন্স-২০২৫’। দিনব্যাপী আয়োজিত এ কনফারেন্সটি তরুণদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ প্রযুক্তি বিশ্বের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেছে।শনিবার (২০ সেপ্টেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ কনফারেন্সটি আয়োজন করেছে বাংলাদেশ আইটি প্রফেশনাল অ্যাসোসিয়েশন (বিটপা)।স্পনসর হিসেবে ছিল এনআরবি ব্যাংক। এ ছাড়াও সার্বিক সহযোগীতায় ছিল এনসেভ, রিচটেক, স্যাটিসফাই হোস্ট, উম্মাহোস্ট, হেইবস এআই। প্রায় ৮০০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে দিনভর অনুষ্ঠিত সেশনগুলোতে বক্তারা প্রযুক্তির বিভিন্ন খাত নিয়ে আলোচনা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ কালচার, ইউএক্স ডিজাইন, সাইবার নিরাপত্তা এবং উদ্ভাবনী প্রযুক্তি ছিল আলোচনার মূল বিষয়।কনফারেন্সের উদ্বোধনী বক্তব্যে বিটপা সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের আইটি খাতে তরুণদের অবদানই আমাদের শক্তি। এ প্রজন্ম যদি প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠে, তবে বাংলাদেশ আগামী...