২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম প্রায় নয় মাস ধরে ফাঁকা জায়গাটি পূরণ হতে চলেছে এবার। জাতীয় ক্রিকেট দলের তৃতীয় নির্বাচক হিসেবে সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর নারী দলের নির্বাচক হিসেবে সঙ্গী পেলেন একমাত্র নির্বাচক হিসেবে অনেক দিন ধরে কাজ করে আসা সাজ্জাদ আহমেদ (শিপন)। তান নতুন সহকর্মী সালমা খাতুন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বিসিবির অফিসে অনুষ্ঠিত এক বৈঠকের পর এ ঘোষণা দেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। এই প্রথম জাতীয় নির্বাচক প্যানেলে জায়গা পেলেন একজন নারী, যেটিকে ‘বৈপ্লবিক’ সিদ্ধান্ত বলছে বিসিবি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাকের সাথে কাজ করবেন দীর্ঘদিন বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা হাসিবুল।...