২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম আফগানিস্তানের বাগরাম এয়ার বেস পুনর্দখলের বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশের পর চীন কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। বেইজিং বলেছে, আঞ্চলিক উত্তেজনা না বাড়িয়ে সংশ্লিষ্ট সব পক্ষের উচিত শান্তি ও স্থিতিশীলতা অগ্রাধিকার দেওয়া। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র লিন চিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, চীন আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করে। মুখপাত্র আরও বলেন, আফগানিস্তানের ভবিষ্যৎ শুধুই আফগান জনগণের হাতে থাকা উচিত। অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ানো কিংবা সংঘাত তৈরি করা একেবারেই অগ্রহণযোগ্য। সব পক্ষ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গঠনমূলক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রসঙ্গত, কাবুল শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাগরাম এয়ার বেস ছিল প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ও...