বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে ওল্ড ডিওএইচএস ক্রিকেট ক্লাবের হয়ে কাউন্সিলর বা সাধারণ পরিষদে ক্লাবের প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল। বিসিবি নির্বাচনের ঘোষিত তফশিল অনুযায়ী ৪ অক্টোবর বিসিবি’র পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বিসিবি’র ঘোষিত তফশিলে ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও অনিবার্য কারণেই সেটা প্রকাশে বিলম্ব হবে। কারণ বিসিবি কাউন্সিলর মনোনয়নপত্র জমাদানের সময়সীমা দ্বিতীয় দফায় বাড়িয়ে ২২ সেপ্টেম্বর সোমবার ধার্য্য করেছে। ফলে অন্যান্য প্রক্রিয়াও পিছিয়ে যেতে পারে। জেলা ও বিভাগীয় পর্যায়ের কাউন্সিলরদের মনোনয়নে এখনো চলছে টানাপোড়েন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রভাব বিস্তারের চেষ্টা যেমন রয়েছে, তেমনি রাজনৈতিক চাপও বিদ্যমান। সৃষ্টি হয়েছে আইনি জটিলতাও। সব মিলিয়ে বিসিবি নির্বাচনকে ঘিরে সরকার এবং বিএনপি দুই পক্ষেই চলছে দড়ি টানাটানি। ২৩ জন বোর্ড পরিচালক নির্বাচিত হয়ে আসবেন ৩টি ক্যাটাগরিতে, ২ জন...