বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের সেলস মিট, ২০২৫ সম্প্রতি কক্সবাজারের একটি স্বনামধন্য হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা টয়লেট্রিজ যাত্রা শুরু করার মাত্র দুই বছরের মধ্যেই একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এই অগ্রযাত্রাকে আরো গতিশীল করে ভবিষ্যতের লক্ষ্যে নতুন উদ্দীপনা যোগ করতে প্রতিষ্ঠানটি আয়োজন করেছে তাদের বার্ষিক সেলস মিট। ‘ফুরফুরে মনে একসাথে, চলো সফলতার পথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই মিলনমেলার আয়োজন করা হয়। এতে অংশ নেন কোম্পানির সেলস ও মার্কেটিং টিমের সদস্য, শীর্ষ কর্মকর্তাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে চিফ অপারেটিং অফিসার শাহেদ জাহিদ বলেছেন, “বসুন্ধরা গ্রুপ সব সময় দেশ ও মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। বসুন্ধরা টয়লেট্রিজও সে লক্ষ্যেই মানসম্পন্ন পণ্য দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বসুন্ধরার অন্যান্য পণ্যের মতোই টয়লেট্রিজ ইউনিটও মানসম্পন্ন পণ্য তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ,...