করমর্দন কাণ্ডের রেশ কাটতে না কাটতে ফের পাকিস্তানের মুখোমুখি হওয়ার দুয়ারে ভারত। এই সময়ে সতীর্থদের সব ধরনের আলোচনা-সমালোচনা থেকে কান বন্ধ রাখার পরামর্শ দিলেন দলটির অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। সেই ম্যাচে টসের সময় প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন করেননি সুরিয়াকুমার। ম্যাচ শেষেও পাকিস্তানের কোচ ও খেলোয়াড়দের কারো সঙ্গে হাত মেলাননি ভারত দলের কেউ। এরপর জল গড়ায় বহুদূর। আগামী রোববার সুপার ফোরে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এর আগে ঘুরেফিরে সেই করমর্দনের প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে। এর বাইরেও অনেক কিছু নিয়েই কথা হচ্ছে। এসব নিয়ে সতীর্থদের একদমই ভাবতে মানা করলেন সুরিয়াকুমার। “নিজের রুমের দরজা বন্ধ করো, ফোন বন্ধ করো এবং ঘুমাও। আমার মনে হয়, এটাই সেরা উপায়। বলা সহজ, কিন্তু অনেক সময় মেনে চলা...