আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন নুর আহমাদ ও মুজিব উর রাহমান। আফগানিস্তানের দুই স্পিনারকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। নুর ও মুজিবের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ার কথাও শনিবার বিবৃতিতে জানিয়েছেন আইসিসি। চলতি এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার ঘটে আফগান দুই ক্রিকেটারের আচরণবিধি ভঙ্গের ঘটনা। শ্রীলঙ্কার বিপক্ষে সেদিন ২.৮ ধারা ভাঙেন নুর, যেখানে বলা হয়েছে ‘আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করার কথা।’ আর মুজিবের বিরুদ্ধে ছিল ২.২ ধারা ভাঙার অভিযোগ, যেখানে বলা হয়েছে ‘ক্রিকেটের কোনো সরঞ্জামের অপব্যবহারের’ কথা। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে হাতে থাকা তোয়ালে দিয়ে স্টাম্প ভেঙে দেন রহস্য স্পিনার মুজিব। ওই লড়াইয়ে ৩.৪ ওভার করে ৪২ রান খরচায় এক উইকেট নিতে পারেন তিনি। শ্রীলঙ্কার ইনিংসের ষোড়শ ওভারে একটি ওয়াইড দেওয়ার সিদ্ধান্ত...