২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম পাকিস্তান ও সউদী আরব গত সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যা নিয়ে ভারতসহ এই অঞ্চলের সামনে নানা হিসাব-নিকাশ উপস্থিত হয়েছে। সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও পাকিস্তানের অর্থনীতি ধুঁকছে। অন্যদিকে সউদী আরব অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও সামরিকভাবে দুর্বল। সউদী আরব ও পাকিস্তান উভয়ই সুন্নি-মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং তাদের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। অর্থনৈতিক সংকটের সময় পাকিস্তানকে বহুবার সাহায্য করেছে সউদী আরব এবং বিনিময়ে পাকিস্তান সউদী আরবকে নিরাপত্তা সহযোগিতার আশ্বাস দিয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক চুক্তিটি সউদী আরব ও পাকিস্তানের মধ্যে চলমান সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে। এছাড়াও, এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি দুই দেশের মধ্যে যেকোনো একটির ওপর আক্রমণ করা হয়, তাহলে অন্য দেশও সেটিকে নিজের...