২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম ইউক্রেনে, রাশিয়ার বিমান হামলার সময় পোলিশ আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পোলিশ এবং ন্যাটো মিত্র বিমানবাহিনী যুদ্ধবিমান মোতায়েন করেছিল। পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড আজ (শনিবার) এ তথ্য জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কমান্ড জানিয়েছে যে, ইউক্রেনীয় ভূখণ্ডের মধ্যে রাশিয়ার দূরপাল্লার বিমান হামলার কারণে, কর্তব্যরত ফাইটার ক্রুদের মোতায়েন করা হয় এবং স্থল-ভিত্তিক বিমান প্রতিরক্ষা ও রাডার সনাক্তকরণ ব্যবস্থাকে উচ্চ সতর্কতায় রাখা হয়। প্রায় দেড় ঘন্টা পরে, কমান্ড জানায় যে, রাশিয়ান বিমান হামলা শেষ হয়েছে এবং অভিযানটি ‘সতর্কতামূলক’ ছিল। পোল্যান্ডের স্থল-ভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং রাডার সনাক্তকরণ ব্যবস্থাও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। শেরপুরে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের সুবর্ণ জয়ন্তী পালিত দুর্গাপূজা ঘিরে ষড়যন্ত্র হলে বিএনপি রুখে দেবে- রফিকুল আলম মজনু যে কোনো মূল্যে...