রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার পাঁচজন হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের রাজধানীর মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান (২৬), ৯ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান ওরফে আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৮), খিলগাঁও থানা সৈনিক লীগের সদস্য মো. আনোয়ার হোসেন বাবু (৪৮), পটুয়াখালীর বাউফল থানা ছাত্রলীগের কর্মী মো. আবির হোসেন (১৯) ও একই থানার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী আকিদুল ইসলাম সানজিদ (২০)। ডিএমপির খিলগাঁও ও তেজগাঁও থানা-পুলিশ গত শুক্রবার তাদের গ্রেফতার করে। আরও পড়ুনঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতারশ্যামলীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক...