নানা সমীকরণের মারপ্যাঁচ শেষে এশিয়া কাপের সুপার ফোর পর্ব নিশ্চিত হয় বাংলাদেশের। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারানোয়, বাংলাদেশের সুযোগ মেলে এই পর্বে খেলার। ভারত-পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বে উত্তপ্ত এশিয়া কাপের সুপার ফোর পর্বে প্রথম ম্যাচেই সেই শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। আবুধাবিতে গ্রুপ পর্বের পাঠ চুকিয়ে বাংলাদেশের নতুন পরীক্ষার ক্ষেত্র এখন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। এখানে আসরের প্রথম ম্যাচ খেলতে নেমে টস ভাগ্য পাশে পেয়েছেন লিটন দাস। সিদ্ধান্ত নিয়েছেন আগে বোলিং করার। আবুধাবিতে গ্রুপ পর্বের ম্যাচে আগে ব্যাটিং করে ৫৩ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিলেন লিটনরা। ষষ্ঠ উইকেটে জাকের আলী ও শামীম পাটোয়ারীর অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটিতে শেষমেশ ১৩৯ রান তোলে বাংলাদেশ। যা ৩২ বল আর ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় লঙ্কানরা। পাথুম নিশাঙ্কার ফিফটির পর ৩২ বলে অপরাজিত ৪৬ রানের...