চলতি এশিয়া কাপ শেষে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটারদের। মহাদেশীয় এই টুর্নামেন্ট শেষে অক্টোবরের শুরুতেই আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সিরিজে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) আসন্ন এই সিরিজের দুই ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আফগানিস্তানের ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন হাশমতউল্লাহ শাহিদি। আর টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকছেন রশিদ খান। এশিয়া কাপে ভরাডুবির পর টি-টোয়েন্টি দলে বেশকিছু পরিবর্তন এনেছে আফগানিস্তান। টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন করিম জানাত, গুলবাদিন নাইব ও ফজলহক ফারুকী। এছাড়া এএম গজনফর মূল স্কোয়াডে জায়গা না পেলেও আছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে৷ তাদের জায়গায় সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল ও মোহাম্মদ সালিম সাফি। এদিকে টি-টোয়েন্টি দলে সুযোগ না পেলেও ওয়ানডে...